ফুলেল ভরা নির্জন মাকালের ফল
অনুরাগে ভরা তার ফুটে অবিকল।
অজানার ত্বরায়ন আবেগের জালা
নাহি সাধ নাহি সুখ নাহি তার মালা।
নিরানন্দ ভরা রূপে প্রকৃতির কাছে
লতাগৃহে ফুটে কভু মিছেময়ী যাচে।
চলে যায় কতদিন দিয়ে হাতছানি।
সেই ফুলে ফল হয় অসুখদ জানি।
কত মায়াবান ভরা কত প্রতীক্ষায়!
অমূর্ত বিবেক শূন্য ক্লান্ত অভিপ্রায়।
অভিষঙ্গ গত হয় মোহ আশাময়!
হৃদতায় উদ্মাদনা হেরি রূপ ভয়।
অদৃশ্য ঘৃণা লুকায়ে ভুল নিবেশন
মাকাল ফল স্ববিধ অগণিত জন।