জীবন চলতে পথে সহস্র মাকাল
নিত্যদিন বাঁধা দেয় এমন ঝঞ্জাল।
মাকাল ফলের রুপ দেখতে সুন্দর
তার চরিত্র গঠনে বৃথায় আদর।
আশায় অপূর্ব সাজ মনে নাহি লাজ
ঘ্রাণছাড়া কদমের নাম গন্ধরাজ।
মাকালের ক্ষয় নেই অবহেলা আছে
জন্ম তার ঘৃণাভরে সকলের কাছে।
এমন মাকাল যারা ব্যর্থতায় তারা
অহমিকা ভরে মন হয় সুখ ছাড়া।
গাছটি সাজে সজ্জিত সহসা আশায়
রুপ দেখে শিহরিত মননে দোলায়।
অতিশয় চেনা তাকে দূরে রাখা দায়
ভিতরে ঘৃণায় ভরা তাও বুঝা যায়।