অবিশ্রান্ত রাত্রদিন করিতেছি মায়া
বিচলিত আকাঙ্খায় ফল কৃশকায়া।
অপেক্ষার বোবাকান্না রচে নিরবতা
সুবিশাল শুন্যতায় ভাগ্যে কঠোরতা।
প্রদীপ সম জ্বলছে অস্থির মনন
অনুভবে বারবার হৃদে বিধুনন।
ব্যথাময় চিত্তে মায়া হীনতায় পাড়ি
বিমুখ হৃদ শঙ্কায় অধোগতি ভরি।
এইতো জীবন আর কত দিন ভবে
প্রতিদিন হতাশায় মোহমায়া রবে।
ব্যকুল নয়ন পথে প্রমাদের ফুল
ইন্দ্রজালে ডুবে আছি অভিনয়ে ভুল।
বিস্ময় খাঁচায় বাস ভ্রান্তির দখলে
মুছে নিবে কালনিদ্রে সব অন্তরালে।