দশ হাজার সৈন্যের সাথী মুহাম্মদ!
বিজয়ের মনস্থির সব ঐক্যমত।
মক্কা উপকন্ঠে মার উজ জাহবান!
শিবির স্থাপনা করে যুদ্ধ আহবান।
৮ম হিজরীর নেক রমজান মাস!
মূর্তিপূজা নাশ করে তুষ্ট অনায়াস।
স্বল্পকাল যুদ্ধ হয় মক্কার প্রাঙ্গণ!
পরাজিত কুরাইশ ব্যর্থ সৈন্যগণ।
বিজয়ের সূচনায় নেই অভিযোগ!
সমাবেত জনগণ ফিরে হাসিমুখ।
চিরায়ত ইসলাম অক্ষয় অম্লান!
কুরাইশ কৈলীনের গর্ব অস্তমান।
অনন্তকাল বিস্ময় মক্কার বিজয়!
ধর্মতলে ইসলাম নয় প্রাণভয়।