বিমুখ দরদ সেও যাতনায় মরে!
নির্দয় ভুল পথও সীমাহীন ভরে।
আশায় প্রিয়তা রয় হৃদয়ের কাছে
অদেখার স্বপ্নগুলো সহসায় মিছে।
উচ্ছাস ভরা আবেগ স্মৃতিতায় হয়
নিবেদিত প্রিয় মন অপেক্ষায় রয়।
বিস্মিত বাসনা গুলো নয়নের মনি
দহন করে হৃদয় সেই স্মৃতি খানি।
ঝলকিত তৃপ্তিতায় মিথ্যেময় আশা
বিলপ সিতার সুখ মিথ্যে ভালবাসা।
আবেগের যুদ্ধ শুধু অনুভবে মগ্ন!
ভ্রান্তি তবুও সেথায় নয় শুভ লগ্ন।
অশ্রুবারি হৃদতায় ব্যকুলতা আর
স্মৃতিতায় চিরদিন প্রেয়সী আমার।