গভীর নিশিথে বেজে উঠে সেলফোন
কামনায় ভীতি তার গলে সকরুণ।
আকুল হৃদয়ে কথা বহুদিন পর
প্রিয়হারা শোক স্মৃতি যেন সহচর।
মমতা মাখায় হৃদে অসীম পরশ
সহসায় কাছে পেতে কল্পনা বিরস।
ভীষণ বিরক্ত আমি পুরানো স্মৃতিতে
বিনিদ্রার রজনীতে বৃথা অজুহাতে।
বেদনায় গত সব ভুলি নাই আমি
জেগেছিল শিহরন অনুভূতি দামী।
যাতনা মননে নিয়ে ধুকে কেদে যাই
অচেনারে স্বপ্নে দেখি প্রিয়জন নাই।
সুন্দর এই ভুবনে পরম যতনে
বেচে থাকি প্রিয়হীন আকুলতা মনে।