ফুটেছিল মমতায় বাগানের ফুল
অবসরে বিরহের তৃষ্ণায় আকুল।
বেদনার রঙ্গে ভাসে বঞ্চনার মেলা
বিদায়ী ক্ষণ বৈরীতা অসাড় অবেলা।
অকাল সুভাষে পাড়ি অনিদ্রার রাতি
নির্মম হলো অতীত প্রচুর অতৃপ্তি।
নিরবে কাঁদায় ফুল অসীম মায়ায়
ব্যর্থতায় জালাতন হলো অনিচ্ছায়।
অতল হৃদে কষ্টের স্বপ্ন নিয়ে ফিরি
আকুলতা ঝরে যায় জমে অশ্রুবারি
অতিদীর্ঘ পরিতাপে নিষ্ফলতা দিন
মমতার ফুলে বাড়ে অদৃষ্টের ঋণ।
ব্যর্থ আশায় নয়ন করে ছলছল
ভুলফুলে মোহমায়া অপ্রেমে উজ্জল।