পৃথিবীতে আত্মরুপী যতকিছু আছে
হাসিকান্নার আবেগে হৃদে প্রেম রচে।
ভজনের আত্মাগুলো তথা অভিপ্রায়
সকাশে মত্ত হৃদয় পবিত্র কাবায়।
কোনদিন সত্য মুছে হয়না বিলীন
অগোচরে মায়া ভরে ফিরে একদিন।
মননে রোদন ছোঁয়া মুগ্ধ নবী প্রেমে
শ্রেষ্ঠ হয়ে ইসলাম হৃদে কালক্রমে।
ভুল যত অভিপ্রায় দিয়েছি বিদায়
জীবনের ক্ষণকালে জমা অনাদায়।
নিস্তব্ধ কবরগুলো অন্ধকার রাতে
দেখে মন শিহরিত কাঁদে অজানাতে।
প্রস্থান বেদনা বৃথা অতিথির মত
নবীপ্রেমে মুগ্ধ মন হয় অবারিত।