হতভাগা বোঝা বয় কাল্পনিক ভার
অহমিকা হতে মন করেনি উদ্ধার।
অসত্যের ভাবনায় পাপাচার জমা
আবেগের সমাধিতে পায়নিতো ক্ষমা
বিভ্রান্ত চেতনা দাহ হয়ে বিত্তহীন
অকবির কল্পনায় প্রয়াণের ঋণ।
জ্ঞানচক্ষু বন্ধ রেখে খুজে পরিবাদ
পরাজয়ে ফিরে যায় নিয়ে অপবাদ।
মর্মস্থলে অবসাদ জমানো বিষাদ
হিংসার অভিপ্রায়ে আবরিত ছাদ।
এখন কেন ব্যগ্রতা? অতন্দ্রায় রাতি
মিথ্যার স্পৃহায় যেন লজ্জাকর ভাতি
অতিক্রান্ত অভিলাষ বৃথা অনুকার
আত্মশুদ্ধি প্রয়োজন সেই ভ্রষ্টাচার।