বিকশিত বোধশক্তি হয় নবীনত্ব
অন্তর্দৃষ্টে প্রতিভাত তুলিত আয়ত্ব।
বিষাদিত হৃদয়ের অদৈব প্রহরী!
জ্ঞানহীন আঁখিপাত বিনা অধিকারী।
বয়সের পরিবৃত্ত হয় আশাময়!
উদাস বিনয়ী ভাব করে সংশয়।
অপেক্ষার স্তরগুলো ক্রমে অতিকায়
দিনগুলো পাড়ি দেয় দাহ দৈনতায়।
গৃহীত অভিন্ন জ্ঞান সচলতা করে!
দিবলোকে আলোকতা শুভদৃষ্টি ভরে।
অন্দরে সুখী অতীত সিধে হৃদাসন
গর্বময় সাধনায় লালস বেদন।
জিঙ্গাসী আত্মায় সাড়া বাসনার কথা
জ্ঞানহীন কল্পমূর্তি চালন অযথা।