চি‌ঠিটাও হারা‌য়ে‌ছে দূর অজানায়!
খুঁ‌জে ফি‌রি বারবার বৃথা কামনায়।
ঝ‌রে‌ছি‌লো লিখা‌তেই হৃদ‌য় বিষাদ!
বাসনায় ফি‌রে পায় তার অবসাদ।

ম‌নে হয় প্রিয়তায় সে‌দি‌নের কথা!
লিখা রয় ছলনাতে যত মর্মব‌্যাথা।
নিরবতা পা‌ড়ি দেয় হ‌য়ে যায় প‌র!
প্রিয়হীন যায় দিন একা অ‌গোচ‌র।

আবৃত প্রিয়ত্ব ভার অনা‌থের বে‌শ!
বির‌হের একাকৃ‌তে ক‌রে যায় শে‌ষ।
সেই চি‌ঠি দি‌য়ে যেন হ‌য়ে গেল পর!
অতী‌তের দিন গে‌ছে বৃথা সুখকর।

চি‌ন্তিত তিক্ত চেত‌ন নেই অপরাধ!
ফুল ঝ‌রে লতাগৃ‌হে বিদ‌লিত সাধ।