লাইলী মজনু প্রেমে ভুলে পড়ালেখা
ভিখারীর ছদ্ম ছলে দুজনের দেখা।
বিরহের উন্মাদনা জন্মে অভিপ্রায়!
লাইলীর বাবা তাকে বৃথায় তাড়ায়।
মজনুকে রাখে মনে ভুলেনি লাইলী
গৃহত্যাগী ছিল তারা সদা কৌতুহলী।
গ্রাস করেছে বিরহ অনলের কাছে!
পরিণয় নাহি হয় দুটি মন যাচে।
একদা মজনু কাঁদে মৃত্যু খবর শুনে
কল্পনায় বক্ষে তার কস্ট শোক বুনে।
চিত্তের দহনে খুঁজে পরম সত্যকে!
বেদনার্ত কথাগুলো মেনে অদৃষ্টকে।
অতৃপ্ত দুটি হিয়ায় ছিল অনুরাগী!
শাশ্বত হয়ে রয়েছে অন্তরে দুর্ভাগী।