চিরদিন প্রিয়তার আশা করা বৃথা
আবেগীয় নারীপ্রেম মিছে প্রেমগাঁথা।
ভুল পথে পরিণয়ে অদৃশ্য মরণ
স্বার্থ খুঁজে দ্বন্ধ বাড়ে শুধু অকারণ।
মোহমুগ্ধ হয়ে যার আশায় যাতন
মজিয়া গোপন করে ব্যাথায় রোদন।
মমতায় আচ্ছাদন পাষাণ যখন
বরণীয় রুদ্ধকর বিচ্ছেদের মন।
অপ্রেমে থাকে বিলপ মর্মজালা ধন
সকাশে বিরহ পথে অশ্রুর স্খলন
হিয়ায় দরিয়া রোজ ব্যাকুল নয়ন
মধুকাল অভিরূচি ক্ষণিক নিধন।
নারীকূলে অভিনয় চিরদিন বাঁধা
কৃপার মননে বাড়ে কুলুষিত ক্ষুধা।