বৈদিক শাশ্রে লিখা কলিযুগ শেষে
অবতার আগমন হবে ব্রাহ্মণ গৃহে।
তার মা সুমতি জন্ম মাধব মাসে
ব্রক্ষবৈর্বত পুরাণে বলে পূর্বাভাসে।
বিষ্ণুযশ পিতা তার সত্যযুগ শুরু
আগমন হলে তখন ম্লেচ্ছরাও ভীরু।
সওয়ার হবে অশ্বে কল্কি অবতার
এক হাতে তরবারীতে তার বিস্তার।
যোদ্ধারুপে ম্লেচ্ছদের বিনাশ করিবে
ধ্বংস হবে অনায্য উদাসীভাবে।
অবতারের বত্রিশ বছর বয়সে
পৃথিবী পরিভ্রমণ করবে অনায়াসে।
অদৃশ্যরূপে তিনি দ্বিগ্বিজয়ী হবেন
সত্যযুগের পতাকা তখন উড়াবেন।
ধর্মের বৃদ্ধি যজ্ঞ মনন চতুর্ধিক
তপস্বীগণ দৃষ্ট হবেন ততোধিক।
কলিযুগ সমুদয় প্রভাব বর্তমান
হিন্দু ধর্ম ব্যক্ত করে তার শ্রুতিমান
বৈকুন্ঠেু গমণ হবে শত্রুমুক্ত ধরণী
অবতার আসিবে এই ভবিষ্যতবাণী।