সত্য অনাসক্ত যার আশয়ে গোপন
তার কাছেই কুফুরী হয়েছে আপন।
অবহেলে মন যার নামাজ রোজায়
কাফেরের কর্ম তার হয় অভিপ্রায়।
ধর্মতে দূরতা যার সেই শাপভ্রষ্ট!
মননে জনন তার আকলন কস্ট।
সত্যকে নিষ্প্রভ যার স্পৃহয়ালু মন
কুফর করে কাফের বিফল জীবন।
ইলাহিকে ভয়াতুর যার মনে নেই
বিমোচিত সেইজন নয় অচিরেই।
মোহিত মননে যার বাস অঘবান!
মানুজ স্বরূপ সেই কাফের সমান।
প্রকৃতত্ব গোপনীয় রাখে যে মানব
কাফেরের সমমান সেও অভিনব।