সুসম্বদ্ধী কবিতারা বিশালত্ব দামী
নাচিকেতু রূপ ধরে বহে সর্বগ্রামী।
পথহারা আবেশক যারা অজ্ঞতায়
কাব্যরসে বিলোপন তারা বৃথতায়।
কবিতারা সত্যযুগে অনুযাত ফিরে
তৃষাতুর অন্তরাত্মা স্মৃতি মনে করে।
কলমের কালি হয়ে জ্ঞান যত দিন
কবিতারা মুছে তত হৃদয়ের ঋণ।
কবিতায় মহাকাল গভীরের কথা
জাগানিয়া হালফিল সুনসান ব্যথা।
সমাহিত কৃপাদৃষ্টি দূরে প্রিয়তম!
পাঠ করে কাব্যরসে ভরে যয় মন।
কবিতা অমর রয় হৃদে চিরদিন!
মুছে যায় নির্মমত্ব মন ভরা ঋণ।
কবিতারা স্বাক্ষী বেদনার কাছে!
কল্পনার রূপে তার প্রিয়মন যাচে।
একীকৃত আছে সুখ নেই ব্যবধান
ক্ষয়ে ক্ষয়ে নয় শেষ চিৎকৃত প্রাণ।
অতৃপ্ত আত্মার মুক্তি হয় কবিতায়
চিরদিন শোকস্মৃতি লিখে সুখ পাই।