কলমে লিখে যায় কথা কবিতায়
কিছু তার সাফল্য কিছু নিষ্ফলতায়।
তবুও বিষাদময়ী জীবন জাগ্রত থাকে
না পাওয়া কথাগুলো কবিতায় মিশে।
অজানায় বেদনার গভীর রাত্রিতে
বাতায়ন পাশে বসি নব আপনত্বে
কবিতার ভাষা খুজি বসি নিরলে
হাহাকার জন্মে কলমের কালিতে।
মন তবুও লিখে নিরলস কবিতা
ফিরে পায় যেন জীবনের স্নীগ্ধতা।
ভাবনার জয়গান ক্ষীণ প্রভা আশা
দুটি পাখি বিচ্ছেদে ভেঙ্গেছে বাসা।
একাকীত্ব মুক্তমন কবিতায় লিখে
বেদনার সরোবর আপনত্ব দেখে।