একাকীত্ব রজনীতে লিখে ভরি পাতা
আপনত্ত্ব অশ্রুজলে শোক রয় গাঁথা।
পর হয়ে চলে যায় থাকে যার স্মৃতি!
কস্টগুলো কবিতায় করি তার সাথী।
অতীত দিনের কথা জাগরিত মন!
অব্যক্ত বেদনা ভরে করে আগমন।
নিঠুর যাতনা শেষে একই ঠিকানা
কবিতায় যার বাস তারও অজানা।
চলে গেলো কতজন করে অবহেলা
তার কথা লিখে মন গত করি বেলা।
নাইবা তারা জানুক ভাগ্য পরিহাসে
অদৃশ্য হদয়ে কান্না কবিতায় ভাসে।
মনুষ্য চরিত্রে থাকে বেইমানী তার
প্রবৃত্তি ভরা অন্তরে হতে চায় পার।
সেই কালেও কবিতা প্রতিবাদী হয়
লিখে যায় অনায়াসে হয় তার জয়।
চোখ হতে জল ঝরে পাতায় পাতায়
বেদনার সেই বোঝা লিখা কবিতায়।
অসহায়া ভাবনারা ভাবে একাধারে!
শোক হতে সুখ পাই লিখিবার পরে।