নিথর! স্তব্ধ মায়ায় ধরণী একলা
চন্দ্র সূর্যের সৃষ্টিতে হয় আলোমালা।
অভিপ্রায়! জাত সৃষ্টি যিনি করিলেন
সাথে তার স্বল্প আয়ু জ্ঞানও দিলেন।
সেই ধরা পূর্ণ হয়ে ফুটেছিলো রুপে
আদম হাওয়া মুগ্ধ! মনন তাহাতে।
সত্য মিথ্যা অনুভব! নিজের শাষন
পাপ পুণ্য লিখা রয় সবই গোপন।
চিনতে চাও নিজেকে? জাগাও চেতন
পুণ্য ভারী করে নিও মিলায়ে সাধন।
শুদ্ধ মনে ধরে রাখো পবিত্র বিধান
পাঠ করো নিয়মিত আল-কোরআন।
আয়ু ফুরাইলে যেতে হবে পারাপারে
নিজ ঠিকানা খুজিয়া একলা নিরলে।
-সনেট