একাধারে অশ্রুজল নিশুতি আকুল!
ললাটের পরাজয় বাসনায় ভুল।
ক্ষুধিত আত্মা দলিত স্মৃতি অনুরাগ
বিরহের পথপানে শীলতা আঘাত।
স্মৃতিময় প্রণোদন ক্রয়িক বেদনা
মায়াবতী চেতনায় বিফল সাধনা।
পথ হারিয়ে দহন বিনা আর্তনাদ
সংশয়ী মমতায় মরমী বিবাদ।
প্রিয়হীন ছত্রছায়া করে জ্বালাতন
ভুল করে ভীমনাদ নিষ্ঠুর চেতন।
বেদনায় খোঁজরত প্রিয় আঁখিপাত
জাগরিত পরিকাম্যে হৃদয়ে নিষাদ।
ক্ষমাহীন স্মৃতিগুলো করি বিমোচন
অপেক্ষার ইন্দ্রজালে আত্ম প্রবঞ্চন।