বাসনারা ঘুরে ফিরে চলে গেল দূর!
আশাগুলো ভরা রয় বিষাদের সুর।
অনাদর স্মৃতিতায় জমা যত কথা!
প্রিয়তায় কাড়ে মন ফুলমালা বৃথা।
দূর অজান্তে মনন ভেসে উঠে ক্ষণ
নাহি মুছে স্মৃতি তার হয় আবেগন।
দিনমান পাড়ি আর একা অসহায়!
স্তম্ভিত শুন্য বিবেক! শত যাতনায়।
বিশ্বাস ভরা স্বপন ভেঙ্গেছে মনন!
প্রিয়তায় নাই কিছু রাখিয়া যাতন।
ভুলপথে মধু ভেবে পিপাসিত হয়!
অদেখার মিছেরূপ ধোয়াশায় রয়।
ভ্রান্তি চিত্তহারী আর মোহ মনোরথ
বিষময়ী হয়ে উঠে প্রিয় কাঁটা পথ।
জুন-২০১০ খ্রিস্টাব্দ।