শ্রেষ্ঠ বিচা‌রক ছিল খ‌লিফা উমর!
প্রিয় পু‌ত্রের দন্ড‌তে নয় চিন্তাপর।
শাহমার অপরাধ মদ‌্যপান ক‌রে!
বেত্রাঘা‌তে অ‌বিরত রক্তফোঁটা ঝ‌রে।

কাতরতা একমাস পা‌ড়ি দিনমান!
সহসায় অজানা‌তে দেহ অবসান।
বিধাতার লিখা ভা‌গ্যে জীবন চ‌রিত্র!
পুত্রশো‌কে জন্মদাতা কান্না বিজ‌রিত।

অ‌ভি‌যোগ ভুল ম‌দের অ‌স্তিত্ব নয়!
খেজুর ভেজা পা‌নি‌তে নেশাসৃ‌ষ্টি হয়।
সেই পা‌নি চুমু‌কেই মোহ জমা ছিলো!
অজানায় তনুখা‌নি বৃথা শা‌স্তি পে‌লো।

ধরনী‌তে ইসলামে বিচা‌র ক‌ঠিন!
বিষাদের ভরা স্মৃতি পু‌ড়ে অ‌গ্নিহীন।