অযত্নে ফুটেছে ফুল রাস্তার ধারে!
রুপ মুগ্ধ উছলায় হিয়া যায় ভরে।
সুবাসিনী বহে তার নিয়ে সমীরণ!
প্রভাতের সাথে যেন উদাস মনন।
হিয়া জুড়ে কল্পকথা জন্ম অগোচর!
কেটেছে প্রহর সেথা দেখিবার পর।
ফুটে উঠে রোজ রোজ নয় পুষ্পবন!
ভরে উঠে অভিপ্রায় আচমকা মন।
মালা নাহি কভু হয় ফুটে যেন বৃথা!
মনসুখে বিদলিত জমে থাকে কথা।
প্রিয়তির কথা ভেবে হৃদতায় সুখ!
ছলছল দুটি চোখে কেঁদে ভাসে বুক।
সারি সারি গাছে ফুল অনাদরে ঋণ!
তব শোকে ঝরে যাবে কোন একদিন।