মায়ার বন্ধন ভরা দুটি জীববান!
রূপময় জমজতা বিধাতার দান।
স্বরূপতা দুইজনে প্রিয় গালজোড়া।
সংশয়ে বিদলিত রাখে ছায়াঘেরা।
মায়াবিনী আঁখিপাত চিরদিন ভবে
অচেনায় যমজতা কতদিন রবে?
উত্তাল হৃদয়ে ভুল অচেনায় ভাতি
স্নেহভরা দ্বিধাদ্বন্ধে আজিকার সাথী।
বিফল প্রস্তর সম ভাসে বহ্নিজ্বালা
আশাহীন দয়ীতায় অপকৃষ্ট মালা।
পিয়াসিত যাচনায় ভুলে অভিভাব
যমজতা বিলোকনে মিলে পরিতাপ।
গোপনীয় প্রতিভাসে আঁখিজ্বল ঝরে
কল্পিত প্রার্থনে যেন কন্ঠরোধ করে।