বিক্ষিপ্ত স্মৃতির বাদ করেছে আঘাত
অপেক্ষায় বিধিলিপি অগ্নিপ্রদ রাত।
জীবন জিঙ্গাসা ন্যাস গত হয় দিন
ভরে আসে কঠোরতা অভিশপ্ত ঋণ।
ভুলের এক পাহাড় অন্ধ তারকিণী
কত ফুল শুকায়েছে হয়ে বিরহিনী।
নিভে গেছে আভা নেই যোগাযোগ
সমাবৃত হয়ে থাকে জীবনের শোক।
মিছে ভাবোদয় গড়া বৃথা সঁজীবন
পিপাসিত মন স্বাদে শত বিদারন।
দীনতায় দিন সম নাহি রাখে খোঁজ
অকারণি ব্যকুলতা মনোভাব রোজ।
অভিপ্রায় দাহ্য হয় করে নিবেদন
ধোয়াহীন রূপ তার জন্ম প্রদীপন।