প্রিয়নবী একদায় সুপ্তচিত্ত মন
স্বপ্নময় দেবদূত ছড়ায় কিরণ।
শিয়রের কিনারায় করে আলাপন
ইহুদির যাদুটোনা তথায় কথন।
নমুনায় গিটবাধা পাথরের নিচে
অতিশয় ভাবনায় সাধনায় রচে
ইহুদির দৃঢ়পণে সুতোর বন্ধন
গভীর নিদ্রায় করে যাদু অন্বেষন।
প্রিয়নবী ঘুম ভাঙ্গে প্রভাত বেলায়
ইহুদির কর্মকান্ড হৃদয় নাড়ায়।
ঐশ্বীবাণী পাঠ করে নবীজির মন
যাদু মন্ত্র করে সব অকালে দমন।
ইহুদি দাহ্য নিরবে দেহ কৃশকায়
কলেরবে ভাসে তার ঘৃণা অবেলায়।