জ্যৈষ্ঠের খরতাপ হাওয়া মৃদুমন্দ
ধীরে বহে সাথে কাঁঠালের গন্ধ।
কাঁটাযুক্ত বাহিরে প্রিয় সেই ফল
সুপ্ত রয় আঁঠায় রুপেতে সফল।
কাঁঠালের গহীনে লুকানো আয়রণ
রক্তস্বল্প হলে তবে দেহতে ধারণ।
পুষ্টিগুণে কাঁঠাল এক অলীক মায়া
সহস্র স্বপ্ন থাকে বৃক্ষে জড়াইয়া।
পৃথিবীর সূচারূ নিয়মের কাছে
বৎসরের স্মৃতি হয়ে ফিরে আসে।
প্রকৃতির বড় ফল কাঁঠালের নাম
সত্যতার কাছে দামী তার সুনাম।
জাতীয় ফল কাঁঠাল এই দেশে
পুষ্টিগুণে পরিপূর্ণ তার আবেশে।