নিষ্ঠুর মানব ভাবে বহুকাল আগে
ইসলাম হেরে যাবে ভ্রান্তি ছলনাতে।
যবে পবিত্র বাণী আসে হেরা গুহায়
ভুল সব ভেঙ্গে যায় বৃথা কামনায়।
নিবেদ হয় মন লক্ষ কোটি মানব
করে ধারণ ইসলাম হৃদ গৌরব।
স্বর্গ আবাস তার ইবাদত করিয়া
ইচ্ছার সমর্পণ নিজ মন ভরিয়া।
খোদা প্রেমে ধ্যান মগ্ন তৃষাতুর মন
হিয়া ভরে ঝলকিত বাসনায় ক্ষণ।
নিবিড়তা হয় মন ভাসে অশ্রুজল
জপনীয় মনস্বাদে নীত হয় ফল।
ইসলাম চিরদিন পরিশুদ্ধি ভরা !
ধরণীতে শ্রেষ্ঠতম সালক্য আত্মারা।