প্রিয়নামে সানুনয় আশার ছলনে
অশ্রুভেজা পরায়ত্ত দেখা বাতায়নে।
হৃদয় বাসনা তার কথায় রুদিত
শিলাময় অনুরাগ করে অঙ্গারিত।
দৃষ্টির সেই অড়াল অতীত প্রিয়তি
বিষ হয়ে প্রতিগ্রহ ফিরে আসে স্মৃতি।
উপেক্ষা করিনি প্রিয় অত্যাচ্ছন্ন রাখি
ব্যার্থতায় ভরা বুকে স্বপ্নকল্প আঁকি।
অব্যাক্ত হৃদয়! যেন অবুঝ বিরহী
অচেনায় মুখখানি প্রীতি হয় নাহি।
গর্বময় প্রিয়মনি! সুপ্ত নিরালায়
বিস্ময় বিনাশ করে! দিয়েছি বিদায়।
মৃত্যুহীন বোধশক্তি যাতনায় মন
অভিলাষে ফিরে আসে বিরহীয় ধন।