হৃদয় দ্বারে জমেছে স্মৃতিময়ী কাঁটা
নিয়তির বৈরীতায় ঝরে অশ্রুফোঁটা।
মর্মাহত তৃষ্ণা বুকে জড়ায়ে লালন!
চমকিত রূপে মোহ অপূর্ব দোলন।
মন খেদ ভরা কস্টে চারুতার খুঁজে
অপেক্ষায় নিরবতা কেউ নাহি বুঝে।
শঙ্কিত গোপন তৃষা থাকে প্রতীক্ষায়!
রুপে মুগ্ধ অফুরান হই অবেলায়।
অন্যায় অশ্রুর ভারে অশান্ত নয়ন!
অজানা বিষাদ ভরা নির্দয়তা মন।
রজনী আঁধারে নিদ্রা রয় অভিমান
ধূলিময় পৃথিবীতে ক্ষয় আয়ুজান।
স্বপ্নগুলো বঞ্চনায় হাহাকার করে
ভাবনায় মায়াজাল রয় অগোচরে।