বিভ্রম স্বপ্ন বাসর! নির্বাক নির্জন
দাড়িয়ে থাকা নিশ্চুপ! অতৃপ্তির মন।
অনন্ত অপেক্ষাসম এ বিরহ সৃষ্টি
নারী মানে উৎকন্ঠা! কুসমিত বৃষ্টি।
অন্তহীন শান্তি আর সুখস্বর্গ পেতে
আবেগীয় সৃষ্টি হলো নিয়তির হাতে।
আকড়ে থাকার সাধ প্রিয়রুপ নিয়ে
জীবনের স্বপ্নস্রোত নয়নের কোণে।
অদ্ভুত স্থির দৃষ্টিতে ব্যথাহত মনে
নিবিড় কামনা অপ্রেম হিংসায় জ্বলে।
ধূসর আলোর পথ এমন যখন!
সন্ধ্যাতারা হয়ে কাদে হৃদয় তখন।
ছায়াহীন অবয়ব হাত ধরে হাটি
তাকে ঘিরে হৃদপ্রান্তে! ফিরে ফিরে আসি।