আদিকাল হতে চলে হয়ে অভিনব
সুদস্তর ধরামাঝে অভিষ্ট মানব।
আত্মায় জমে তবক প্রবণতা ভার
শান্তি খুঁজে বিফল হৃদয় অসাড়।
দৈবের বিধানমতে প্রতিলস্ত মন
অচেনায় নিজে রয় বৃথা আজীবন।
অজ্ঞবাদে জ্ঞানচক্ষু আরাধনা করে
ভজনের আত্মাগুলো আর্তনাদে মরে।
টাকার জোরে কবরে আরাম আসেনা
অসাধুর ইশারায় নিজেকে অচেনা।
শেষে মেনে পরাজয় তৃষ্ণায় কাতর
বিদলিত অন্তরাত্মা শোকে একান্তর।
তালাশের পর শান্তি সেই প্রাণরসে
নিবৃত্তির সাধনায় যারা অনায়াসে।