অব্যাক্ত আবেগ চাপা রয় অন্তহীন!
যতনায় ভরা থেকে মিছে যায় দিন।
লুকায়িত নিঠুরতা থাকে অপেক্ষায়
অপ্রাপ্তির এ জীবনে বিষময়ী প্রায়।
রিক্তসম মন ভরে খুঁজেছি ধরায়!
অদেখায় স্মৃতি ভরে শত অন্তরায়।
অভিমান যাতনায় বেড়ে উঠে ব্যাথা
তব ফুল মালা নয় মিছে সব কথা।
আনমনে প্রতিমায় মনকাড়ি তার!
ধুয়ে মুছেই গোপনে রাখি ততবার।
শোকের মন ক্রন্দন কামনায় ভরি
দুজনের হৃদ মিলে মিছে হাত ধরি।
অবাধ্য আবেগ জুড়ে মিছেময় রাতি
উন্মাদনা মন মাঝে আঁখিজল সাথী।