মায়াময় পৃথিবীতে ক্লান্তিহীন দিন
অনাদরে বেড়ে উঠে কামনার ঋণ।
বিমুখ নিয়তি ভ্রান্তির মধুকাল রচে
যৌবনের হৃদয়তা ব্যাথা নাহি যাচে।
মায়ায় হৃদ জড়ায় কৃপা রুদ্ধ কর
পথপানে অবহেলা ফিরে অগোচর।
প্রণয়ের পরাজয় কুসুম সমীরে
বাঞ্চনার প্রবলতা ইষৎ রোমাঞ্চে।
কান্নার ধ্বনিতে প্রায় নিষ্ফল জীবন
সহসা মমতা মাখা অতিশয় মন।
নির্ঘুম প্রগাঢ় রাত অপেক্ষায় শোক
কাতরিত মনে যেন প্রিয়তা বিমুখ।
কোমল দীপ্তি ছড়ায় রূপের মায়ায়
হৃদয়ের ঋণ বাড়ে শুধু আলেয়ায়।