এক রা‌তে প্রিয় নবী সুপ্ত‌চিত্ত মন!
স্ব‌প্নে আসে স্বর্গদূত ছড়ায় দীপন।
শিয়‌রের পাশে বসে মূর্ত ভাবধারা
ইহু‌দীর যাদু কথা ব‌লে যায় তাঁরা।

গিটবাঁ‌ধে নিজ হা‌তে পাথ‌রের নি‌চে
রে‌খে যায় সংশ‌য়ে যাদু ম‌ন্ত্রে যা‌চে।
ম‌নে ছি‌লো দৃঢ় পণ হ‌বে তার ফল!
একাকীত প্রিয়নবী হ‌লো অকুশল।

নিদ্রা হ‌তে জাগ‌রিত প্রভা‌তের পর
স্ব‌প্নময়ী যাদুটোনা ভাবনা‌তে ভর।
ঐশ্বীবাণী পাঠ ক‌রে নবী‌জির মন!
যাদুমন্ত্র য‌ত ছি‌লো অকা‌লে দমন।

ক‌লেব‌র ঘৃণ‌্যমান স্বচ্ছন্দে বিষাদ!
ইহুদীর মন সা‌ধে আসে অ‌ভিঘাত।