নিস্তব্ধ রজনীতে কৃষানু অনুভূতি
কুলষিত আত্মা ঝরায় নয়ন দুটি।
জেগে উঠে হৃদয়ে চুপ স্মৃতিপ্রস্তর
বিবেক স্তম্ভিত কেঁপে উঠে অন্তর।
মগ্ন হয় অনিদ্রায় এক ক্ষণদায়
হৃদয় শুধায় নিমজ্জিত যাতনায়।
ধারিত্রিতে মোহমুগ্ধ হর্ষ পরশে!
কোন লোভে মজিয়া মত্ত সকাশে?
কুটিল কর্মতে অনাচারে অবছায়া
অভিরতির আঁধারে সহসা মায়া।
মার্জনা করো প্রভু বহ্নিরূপ হতে!
ভুল যত অজানায় ছিলো অতীতে
পূর্ণ করো রিক্তমন নয়নের পাতে
উম্মূল করো পাপ জীবনের সাথে।