শেষ বিচারের দিন পেতে শুভক্ষণ
মানব সেবা করে মিলাও পুণ্যের ধন।
আবাস পেতে পরলোকে পুষ্পকেতন
মন আঙ্গিনা মানুষের জাগাও চেতন।
মুক্তি পেতে পরকালের কষ্ট নির্দয়
মনুষ্য সেবার সুযোগ মহা কৃপাময়।
পৃথিবীতে ধর্মসব মানুষের তরে
ভেদাভেদ নাই কিছু মহান ইশ্বরে।
অদৃষ্টে মানবের সেবা সবার নয়
আছে যার সে করেছে অসীম জয়।