বিচলিত দেহমন সহস্র কামনা
দেবানলে স্বপ্নস্রোত ফুরায়ে চলছে!
লোভাতুর মুগ্ধমন! পরশে সাধনা
অনাদর বারবার! পিপাসা জ্বলছে।
নির্লোভ বাসনা সদা লুকায় ছলন
সহসা আকড়ে যায় অতৃপ্ত মনন।
বিষন্ন করুণ যেন নিরুদ্ধ ব্যাথায়
প্রাণের ভিতর কষ্ট মায়াবী জাগায়।
একা পথ জীবনের তার সুখী ঘর
সমব্যাথা কেদে কেদে আমি যবে পর।
বুকের রোদন জ্বালা! বারিরুপ ঝরে
গাঁথামালা অবহেলা! শুকায় আড়ালে।
প্রিয়তমা রেখে যাই অশ্রুভরা আশা
তৃপ্ত দুঃখে পথ চেয়ে তব ভালবাসা।
-সনেট