নিদারুন স্মৃতিগুলো ভাসে অবিরাম
জানেনা হৃদয় হীনা হৃদয়ের দাম।
মালাগাঁথা ফুলগুলো নিরবে শুকায়
বাসনায় আবরণ পলকা ধোঁকায়।
ক্ষুধিত আশায় ফিরে বেদনার প্রাণ
বিনা অপরাধে প্রিয় হয়েছে পাষাণ।
ব্যর্থ অভিলাষ জাত সম পরঘরি
রোধিত মননে যেন ভুলপথ ধরি।
চুপচাপ কেঁদে যায় অদৃশ্য বরাত!
মুক্তি চাই জগপতি দূরে অজুহাত
কাঙ্খিত আপনজন নাহি প্রিয় হয়!
নয়নের জলে বিধি শেষে পরাজয়।
যাতনায় পাড়ি দেই নিনাদিত রাতি
ছায়াময় প্রতিদিন জীবনের ভাতি।