ঝ‌রে গে‌লো কত ফুল চ‌লে গে‌লো দিন
স্মৃ‌তি তার ভে‌সে উঠে হৃ‌দে বা‌ড়ে ঋণ।
ভু‌লে গে‌লো প্রিয় নাম আশাহীন ভাষা!
জমা স্মৃ‌তি মু‌ছে দি‌য়ে বাড়া‌য়ে‌ছে তৃষা।

‌নি‌শি ভো‌রে শূন‌্য লা‌গে একা কল্প কথা
ছায়া হ‌য়ে পা‌শে ব‌সে স্মৃ‌তিমাল‌্য গাঁথা।
সেই দিন ফি‌রে আর কভু না‌হি আসে!
রাত জে‌গে ভোর হ‌য় স্মৃ‌তির বির‌সে।

নারী না‌হি কভু বু‌ঝে আশা ভরা বুক!
তার বু‌ঝে সেই চ‌লে জাগ‌রিত শোক।
নারী মন হেয়া‌লি‌তে রা‌খে অ‌ভিমান!
বৃথা ত‌ার কা‌ছে এসে হৃদয়তা দান।

এক বুক আশা নি‌য়ে দিন চ‌লে যায়!
বা‌ড়ি‌তে‌ছে সেই ঋণ শোধ করা দায়।