নিরলে কাটায়ে দিন প্রতিটি বছর
পুড়েছে অনলে তাই বিমুখতা ঘর।
বৃথা সংশ্রয় করা পাষাণের কাছে!
নয়নের জল হয়ে পরাভব আসে।
যাচে অজানা অন্যায় হৃদ প্রতীক্ষণ
শপেছিল অনাদরে দাহ্য হতে মন।
প্রদীপ্ত জীবনে কাম্য রূপ মূল্যহীন!
রচে তাই বেদনায় পাড়ি দেয় দিন।
মিথ্যে সুখের ছলনা প্রিয়তির কথা!
ভুলে গেছে ভুল করে ভুল হৃদয়তা।
জান্তিজালা নিয়ে বাস শূন্য হৃদাসন
মিথ্যে হয়ে আসে তাই তুল্য সঁজীবন।
অবহেলে করে যায় ভুল মনোরথ!
হেয়ালিতে অভিশপ্ত হয় সেই পথ।