[ছোয়ামনির জন্মদিন উপলক্ষে]
জন্মদিনে শুভেচ্ছার বার্তা অগণিত
স্মৃতিময় বেলাগুলো করে আনন্দিত।
আগামীর দিনমান তুষ্টি প্রত্যাশায়
অদৃশ্য সুখের স্বপ্ন হৃদ কিনারায়।
দুইটি বছর পাড়ি স্মৃতি জমা রয়
হাঁটে ধাবন আহ্লাদে একাই নির্ভয়।
শোভমান প্রভাতের আশায় মনন
ফুটে উঠুক জীবনে কুসুম কানন।
নিয়তির ধার তার চাই জ্যোতিময়
আগলে রাখি নয়নে সকল সময়।
বিধাতার কৃপাময় এই শিশুমন
পূর্ণ হউক যথার্থ স্বপ্নের বুনন।
ছোয়ামনি উচ্ছ্বাসিত তার জন্মদিনে
শুভময় দেখি সব স্বার্থক মননে।