নিরুদ্ধ ভরসা ললনার দেখা পাই
আঁখি ঝরে বিরহের অনিন্দ্য কান্নায়।
কামনায় বাঁধা দিন হৃদয় কাঁপে
ক্লান্ত ভাবে ছায়া দেয় অমৃতরূপে।
প্রীত হলাম হৃদয়ের দ্বার খুলে
মুগ্ধ মনে স্মৃতিতা জাগিলো অকালে।
নিভৃত মনন রুপস্রী হাসে লজ্জায়
নেত্রদ্বয় ছলছল খুঁজেছে উপায়।
সুপ্ত শিহরন জাগে সেদিনের তরে
গন্ধেভরা নিশানা তার হৃদ কুটিরে।
নিদ্রা কুসমিত ভুলি নাই অশ্রুজ্বল
কল্পনায় হেরিরূপ ফুরায়ে উজ্জল।
অদৃষ্ট খুলে হৃদয়ের ভাঙ্গে ভুল
অপ্রেমেই মেনে নেই নিজ আকুল।
প্রিয়তা দুজন নব আশা অঙ্গীকার
নির্দয় যাতনা শেষ!বিরহী আঁধার।
করুণার উষ্ণতায় স্পর্শ রূপরাশি
হৃদগৃহ আলোকিত হয় দিবানিশি।
সুপ্ত অনুরাগ জাগায় প্রিয় মকুল
বৃথা নয় ভাললাগা বুঝে নারীকুল।