ইশ্বরের সান্নিধ্যতে যথা হাকীকত
ধ্রুবসত্য অন্তরস্থ তথা নিরাপদ।
সাধনায় বিকশিত মুক্ত আত্মারাম
একীভূত সফলতা খুঁজে আশাবান।
অজ্ঞতায় জ্ঞানচক্ষু বন্ধ যদি থাকে!
হাকীকতে হালফিল সরূপত জাগে।
সত্যের প্রতিষ্ঠা করা ধর্ম ইসলাম!
দিব্যচক্ষু খুলিলেই হয় তার দাম।
আকুল ভজন ভরা সৃষ্ট মরমিয়া!
সকাতর মুক্ত রয় অনালভ হিয়া।
আপনিরে চিনিবার যার প্রয়োজন
সাধনায় সত্য তার নিভৃত মনন।
ইশ্বর জীবক দাতা মনুষ্যে অচেনা!
শুভদৃষ্টি হলে সৃষ্টি হয়ে যায় জানা।