বর্ধিষ্ণু, তুচ্ছ কাঙ্গাল লজ্জা নাহি বুঝে
সময়ে মুছে চরিত্র মানুষের মাঝে।
লোভচক্র রাত জেগে তার বিচরণ
উদাসী মনে বেড়ায় শুধু অকারণ।
ম্লানহাসে অগ্নিরুপী তার মনুষ্যত্ব
রাখে যেমন ভুজঙ্গ তার অস্তিত্ব।
কেড়ে নিয়ে পরস্বপ্ন সে প্রলাপ যাচে
একান্ত বেদনা ভরা! তার জন্ম মিছে।
চোখ মেলে হলাহল জেগে পরকালে
শোকের প্রবল বোঝা তার অন্তরালে।
সহসা করে কলঙ্ক!গভীর অন্যায়
ফ্রেমে বন্দীর সুখী সে মানায় মিথ্যায়।
লোভী জীবন গোপনে সবই অতৃপ্তি
ক্ষমা করো সৃষ্টিকর্তা!তার ইচ্ছাবৃত্তি।
-সনেট