আহাম্মক নিজে ভাবে নিজে বিশারদ
কুঞ্চিত সৃজন করে ভ্রান্তির গৌরব।
তিক্ততায় ভরা থাকে তাহার মনন
ঘৃনায় ধিক্কারে দেখি ব্যথিত রোদন।
চাটুকার সাথে নিয়ে মহাগুরু সাজে
অহমিকা নিয়ে বাস গলদের মাঝে।
দুষ্কর্মের আত্মা তার ব্যর্থ কামনাতে
বিচার আসনে যারা তাঁরা সব দেখে।
গাঁ জ্বলার চিত্রতায় তার নিত্যদিন
অভিমত অন্তর্দাহে বাড়িতেছে ঋণ।
নিজে নিজে মহাগুরু হলো যতদিন
আঙ্গুরের অম্লস্বাদ শেষে ততদিন।
ফ্যাসাদের সৃষ্টি করে বিচার্য ব্যথায়
নির্বোধ ঘুরে পাতায় কিসের আশায়?