প্রিয়নামে ডেকেছিলে আশার ছলনে
মায়াভরা অশ্রু ছিল ঐ দুটি নয়নে।
না ফিরানোর সেই দৃষ্টি অকালে ঝড়ে
যবে অতীত অনুভবে প্রিয়তা টানে।
বিচরণ সেই স্মৃতি নিশিদিন ভুলে
জোসনার আলো তব বিষ হয়ে আসে।
বেদনার নিদারুন একাকী রজনী
অনেক ছিল চাওয়া বিচ্ছেদ চাহিনি।
প্রিয় ডাক শুনিনি তব হৃদয় হতে
ব্যার্থতায় ভরা বুক দারুন আবেগে।
অব্যাক্ত হৃদয়! কেন অবুঝ বিরহী?
অচেনায় প্রিয়মুখ প্রীতি হয় নাহি।
হে প্রিয়মনি! একান্ত তব নিরালায়
বিস্ময়ে দেখেছি সেই বিনাশী বিদায়।
-সনেট