শেষ দশ রমজানে হও অন্বেষণী
অতিশয় সম্মানিত পবিত্র রজনী।
শবেক্বদর একদিন বিজোড় রাতে
মশগুল চুপিসর নামাজ জিকিরেতে।
সবার ভাগ্য এই রাতে হয় নির্ধারণী
হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ এ রজনী।
পারাপারে কবরে আলোকিত পেতে
কাঁদে মন নিরলে নামাজ বন্দেগীতে।
ধর্মমতে এই রাত্র শান্তি বিরাজমান
এনেছে তার শ্রেষ্ঠত্ব পবিত্র কুরআন।
শুভক্ষণ ভিন্নভাবে হয় যে লেখনী
কেউ জলে দেবানলে হয়ে উদাসিনী।
সৃজিত মানবাত্মার চুড়ান্ত প্রার্থনা
ধ্যান করো নিভৃতে বসে একমনা।
এই নিশীক্ষণ অজানা স্বপ্নসুখে ভরা
গভীর রাতে মন আকুল আত্মহারা।
প্রার্থনায় অশ্রু ঝরাও মন আবেগে
নিশি গিয়ে ভোর হউক শুভ সমাহে।
ক্ষমা করো সকল পাপ হে অন্তর্যামী
গন্ধে ভরা সুভাষীয় এইতো রজনী।