অযাচিত করুণায় হলো কুলুষিত
বিবেকের কাছে আমি তখন স্তম্ভিত!
হায়রে লোভী মানব কতকিছু চায়
লালসায় দলবেধে ফিরে ব্যর্থতায়।
ভুলে যাইনি আমি তার বৈরীরূপ
পেয়েছে জুতোর মালা হীনতায় ক্ষোভ।
দিন বদলে তাদের কলেবরে শোক
বিগলিত অশ্রু তার ঝরে বারিরূপ।
তবুও মননে তার অহমিকা ভরে
লজ্জাতে নাওয়া তার ছিল একাধারে।
আশ্চর্য হলাম আমি সুখকর মনে
অনুমতি চেয়ে ব্যর্থ কাঙ্গাল গোপনে।
নিলর্জ্জের রূপ দেখি অপেক্ষায় থেকে
মালাখানি দিলো শোক তার অদৃষ্টকে।