মহামুনি বেদব্যাস কল্পনায় রচে
চতুর্দশ ভুবনের তত্ত্ব অনায়াসে।
শৌনকাদি মুণিগণ কৌতুহল ভরে
কি ঘটবে ত্রিভুবনে? বলে একসুরে।
পুরাণে সর্গপার্বন অতীতের কথা
বিশ্বসৃষ্টি বর্ণানায় মনুস্মৃতি গাঁথা।
পাঁচ খন্ডে সূত্রপাত ভবিষ্য পুরাণ
চেতনায় ভাববাণী লিখে প্রজ্ঞাবান।
বহু বছর কেটেছে সেই সময়ের !
ধর্মের কর্ম কলিতে হবে ম্লেচ্ছদের।
প্রচীন সৃষ্টির কতো প্রভাব বিস্তার !
লেখনীতে আবির্ভাব ধর্মের আচার।
ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনটি দেবতা !
ভবিষ্য পুরাণে বেশি তাদেরই কথা।